Thursday, May 28, 2015




From the morning I am feeling very depressed. I don't know why I am feeling like that may be I know the reason. Inside my chest I am feeling something like hollow empty, feeling my breath is getting shut.  Mentally I am feeling very tired. I could not recognize my known things feeling very strange. all known persons are came out as a different look also I could not recognize them. I know all day I will feel like that but tomorrow again I will smile. A lot of food laying in from of me from a long time feeling hungry but not getting any approval from my mind to eat. Still my eyes covered with darkness of my dream. Still I can feel the voice of crying the sound of the crying is going through my ear hole and try to stop my heart beat. I am feeling very down my brain stopped working. This strange  feeling is slowly consumed me. I am feeling very helpless. ordinary talking also feeling bitter to me what I should to speak I am doing. everything is now out of my control of my mood. Books, Work-Books, Pen, Pencil all are looking at me with their strange eyes. To those are strange to me





আজ ঘুম থেকে উঠে মন টা খুব খারাপ লাগছে জানি কেন এমন মনে হচ্ছে। হয়তো বা আমি জানি আমি কেন মল খারাপ করছি। বুকের ভেতর তা কেমন শুন্য ফাপা মনে হচ্ছে। রাতের সেই অদ্ভুত স্বপ্ন গুল মনে হচ্ছে আমার শ্বাস রুদ্ধ করে দিচ্ছে। মানসিক ভাবে নিজেকে খুব ক্লান্ত লাগছে। আজ যেন সেই চেনা জিনিস গুল কে খুবই অচেনা লাগছে। চেনা মানুষ গুলও যেন এক ভিন্য ব্যাক্তি রুপে দেখা দিয়েছে। জানি আজ সারাদিন আমার কিছুই ভাল লাগবেনা কিন্তু কাল আবার আমি হাসব। সামনে খাবারের বাটিতা পরে রয়েছে অনেক সময় ধরে পেটে খিদে পেলেও মন যেন সায় দিচ্ছেনা। স্বপ্নের সেই ঘন অন্ধকার যেন এখনও আমার আঁখি দয় আচ্ছন্ন করে রেখেছে। এখনও স্পষ্ট সুনতে পারছি সেই কান্নার বানী যা আমার কর্ণ গহ্বর হতে প্রবেশ করে আমার হৃদয়ের স্পন্দন কে যেন রুদ্ধ করছে।  নিজেকে খুব ক্ষীণ মনে হছে মাথা টা কাজ করা বন্ধ করে দিয়েছে। এই বিস্ময় অনুভুতি যেন আমাকে গ্রাস করছে ধিরে ধিরে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। সাধারণ কথা গুলো কেমন অসহ্য মনে হচ্ছে। মেজাজ কে ঠিক আয়ত্তে রাখতে পারছিনা বাজে কথা বারিয়ে জাচ্ছে মুখ থেকে যা উচিত নয়। বই, খাতা, পেন, পেনসিল, কম্পিউটার সবই যেন অদ্ভুত দৃষ্টি তে আমার দিকে তাকিয়ে রয়েছে। সেই চেনা বস্তু গুলোও যেন আজ অচেনা।


 

1 comment:

Darrylle said...

Cheer up, baby. All is well! You are loved beyond measure.